ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করেছেন লেগ স্পিনার রিশাদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
বিয়ে করেছেন লেগ স্পিনার রিশাদ

এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত লেগ স্পিনার হিসেবে নিজেকে চিনিয়েছেন তিনি।

বনে গেছেন বড় তারকাও।  

বিশ্বকাপ থেকে ফেরার পর এখন অবসর সময় কাটছে রিশাদের। ক’দিন পর তার খেলতে যাওয়ার কথা রয়েছে কানাডার গ্লোবাল লিগ টি-টোয়েন্টিতে। এর আগেই বিয়ে করেছেন রিশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন ওই খবর।  

রিশাদ লিখেছেন, ‘আমি রোমাঞ্চের সঙ্গে খবরটা জানাতে চাই- বিয়ে করেছি। আমাদের ভবিষ্যৎ ভালোবাসা, আনন্দ ও অশেষ দোয়ায় পরিপূর্ণ হোক। ’

এমন ক্যাপশনের সঙ্গে নিজের পাঞ্জাবি পরা একটি ছবি দিয়েছেন রিশাদ। এখন অবধি তার স্ত্রী সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।