ঢাকা, সোমবার, ৪ ভাদ্র ১৪৩১, ১৯ আগস্ট ২০২৪, ১৩ সফর ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নির্বাচক কমিটিতে কোচ-অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তানের নির্বাচক কমিটিতে কোচ-অধিনায়ক

বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটিতে গঠন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার জেরে কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে।

বর্তমান কমিটিতে আগের কমিটির মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিকের পাশাপাশি রাখা হয়েছে কোচ ও অধিনায়ককে।  

দল নির্বাচনের ক্ষেত্রে কেবল তারাই সিদ্ধান্ত নিতে পারবেন। সাদা বলের ক্রিকেটে কোচ গ্যারি কারস্টেন ও অধিনায়ক বাবর আজম, লাল বলের ক্রিকেটে কোচ জেসন গিলেস্পি ও অধিনায়ক শান মাসুদ কমিটিতে থাকবেন।

এই কমিটিকে পরামর্শ দিতে পারবেন সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

নির্বাচকের পাশাপাশি দলের ম্যানেজারের পদ থেকেও ছাঁটাই করা হয়েছে ওয়াহাবকে।  

এদিকে আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে।

বাংলাদেশ সময়:১১৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।