ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশতাক যদি তাদের সঙ্গে কাজ করতেন, ভেবেছিলেন নারী ক্রিকেটাররাও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
মুশতাক যদি তাদের সঙ্গে কাজ করতেন, ভেবেছিলেন নারী ক্রিকেটাররাও

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই তারকা লেগ স্পিনার নিজের কাজের ছাপ রেখেছেন অল্পদিনেই।

বিশ্বকাপে উন্নতি করে রিশাদ হোসেন নজর কেড়েছেন সবার।  

তার গুরু হিসেবে কৃতিত্ব যাচ্ছে মুশতাক আহমেদের কাছেও। রিশাদের সাফল্য দেখে বাংলাদেশ নারী দলের লেগ স্পিনারদেরও মনে হয়েছে, মুশতাকের মতো কেউ যদি কাজ করতেন তাদের সঙ্গেও। রোববার মিরপুরে সাংবাদিকদের এমনই জানিয়েছেন রাবেয়া খাতুন।  

তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ যখন চলছিল, তখন আমরা লেগ স্পিনাররা বলছিলাম মুশতাক যদি আমাদের সঙ্গে কিছুদিন কাজ করে; আমাদের জন্যও বেশি ভালো হবে। ’

বাংলাদেশ নারী দলে এখন লেগ স্পিনার আছেন বেশ কয়েকজন। এবারের এশিয়া কাপের স্কোয়াডে নেই ফাহিমা আক্তার। তবুও আছেন রাবেয়া ও স্বর্ণা আক্তার। নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নামতে হচ্ছে লেগ স্পিনারদের। সেটি অবশ্য উপভোগ করছেন রাবেয়া।

তিনি বলেন, ‘প্রতিযোগিতা বাড়ছে। আরও বেশি লেগ স্পিনার এলে প্রতিযোগিতা আরও বাড়বে। আমরা তখন বুঝতে পারব আমরা কে কোন পর্যায়ে আছি। ’

১৯ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ। মাস দুয়েক পর ঘরের মাঠে আছে বিশ্বকাপ। এসব টুর্নামেন্টে ভালো করতে পারলে আগ্রহ বাড়বে দর্শকদের, এই বাস্তবতা জানেন রাবেয়াও। তার চাওয়াও তেমনই।  

তিনি বলেন, ‘ভালো করলে তো আমাদের স্পন্সর, দর্শকদের আগ্রহ বাড়ার সম্ভাবনা যেহেতু আছে; সেটা আমাদের জন্য ভালো হবে। তাদের সমর্থনে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারব। ’

আসন্ন এশিয়া কাপ নিয়ে রাবেয়া বলেন, ‘যেহেতু আমাদের গ্রুপে শ্রীলঙ্কা, মালেশিয়া, থাইল্যান্ডের মতো দলগুলো আছে। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেমিফাইনালটা লক্ষ্য হিসেবে নিচ্ছি। এটা খেলার পর ফাইনালটা কনফার্ম করব। ’

বাংলাদেশ সময় : ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।