ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য বিপুল অর্থ পাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য বিপুল অর্থ পাচ্ছে পাকিস্তান

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিপুল অর্থ দিচ্ছে আইসিসি।

এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম 'আনন্দবাজার' এমনটাই জানিয়েছে।

তাদের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত আইসিসির চারদিনব্যাপী বার্ষিক বোর্ড সভায় চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য পিসিবিকে ১২৮০ টাকা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  

'আনন্দবাজার'-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির মুখ্য অর্থ কর্মকর্তা আজভেদ মুরতাজা এবং আইসিসির মুখ্য কর্মকর্তা অঙ্কুর খান্না মিলিতভাবে অর্থের পরিমাণ ঠিক করেছেন। এই অর্থ খরচ করা হয়েছে তিন ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ফাইনাল হবে ৯ মার্চ। আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। 'এ' গ্রুপে আছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপের চার দল হচ্ছে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।