ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিংহাসনের আরও কাছে রুট, তিনে ব্রুক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
সিংহাসনের আরও কাছে রুট, তিনে ব্রুক

ট্রেন্ট ব্রিজে দুর্দান্ত জয়ের পর টেস্ট র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের কয়েকজন ব্যাটার। এর মধ্যে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখলের কাছাকাছি পৌঁছে গেছেন জো রুট।

আর তিনে উঠে এসেছেন তার সতীর্থ হ্যারি ব্রুক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দাপুটে জয় পেয়েছে ইংলিশরা। বেন স্টোকসের দল ক্যারিবিয়ানদের হারিয়েছে ২৪১ রানের বিশাল ব্যবধানে। দলের জয়ের পথে ক্যারিয়ারের ৩২তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন রুট। আর তাতে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে তিনি শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন।  

সেঞ্চুরি হাঁকিয়ে নিজের নামের পাশে রেটিং ১২ পয়েন্ট যোগ করেছেন রুট। এতে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামসনের সঙ্গে রুটের পয়েন্টের ব্যবধান সাতে নেমে এসেছে। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো একটা ইনিংস খেললেই ব্যবধান ঘুচিয়ে ফের শীর্ষে ফিরতে পারবেন রুট।

অন্যদিকে ব্রুকের উত্থান বেশ চমকপ্রদ। টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন ২৫ বছর বয়সী ইংলিশ ব্যাটার। নটিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এই ব্রুক পেছনে ফেলেছেন বাবর আজম, ডেরিল মিচেল, স্টিভ স্মিথ এবং রোহিত শর্মাকে।

ইংলিশ ব্যাটারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন বেন ডাকেট। দ্বিতীয় টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডাকেটের পাশাপাশি উন্নতি হয়েছে ওলি পোপের। ৮ ধাপ এগিয়ে পোপ উঠে এসেছেন ২১তম স্থানে। হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট দুই ধাপ এগিয়েছেন উঠেছে ৪০তম স্থানে। এছাড়া সাত ধাপ এগিয়েছে জশুয়া ডি সিলভা (৬১তম স্থানে)। এছাড়া ২১ ধাপ এগিয়েছেন কাভেম হজ (৭৫তম স্থানে)।

টেস্ট বোলারদের র‍্যাংকিয়ে বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট নেওয়া ইংলিশ পেসার চার ধাপ এগিয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া ইংল্যান্ডের স্পিনার শোয়েব মশির ১৮ ধাপ এগিয়ে উঠেছে ৫৩তম স্থানে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ১০ ধাপ এগিয়েছেন। নটিংহ্যামে ৬ উইকেট নেওয়ার পর তার অবস্থান এখন ৩৪তম স্থানে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।