ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে মুমিনুলের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
চট্টগ্রামে মুমিনুলের সেঞ্চুরি

দুই ইনিংস মিলিয়ে ব্যাটাররা আলো ছড়াতে পারলেন না খুব একটা। উজ্জ্বল হয়ে থাকলো কেবল মুমিনুল হকের সেঞ্চুরি।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসেই রান পেয়েছেন মুশফিকুর রহিম।

৪ উইকেটে ১৪৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বিসিবি সবুজ দল। আগের দিন অপরাজিত থাকা মুমিনুল এদিন সেঞ্চুরি তুলে নেন। ১২ চার ও ১ ছক্কায় ১৮৩ বলে ১২৩ রান আসে তার ব্যাট থেকে। এর বাইরে বাকি ব্যাটাররা খুব বড় কিছু করতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন নাঈম শেখ, প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ৩৪ রান।  

৯ উইকেটে ২৭৪ রান করার পর নিজেদের ইনিংস ঘোষণা করে সবুজ দল। লাল দলের হয়ে তিন উইকেট পান মেহেদী হাসান। এরপর ব্যাটিংয়ে নামে প্রথম ইনিংসে ১৩১ রানে অলআউট হয়ে যাওয়া লাল দল।  

দ্বিতীয় ইনিংসে লাল দল ৬ উইকেটে ১৪৭ রান করার পর ম্যাচ শেষ হয়ে যায়। আগের ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম এবার ৪৮ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এছাড়া ৩১ রানে আহরার আমিন ও ১৫ রানে হাবিবুর রহমান অপরাজিত ছিলেন। দুই উইকেট নিয়েছেন সবুজ দলের তাইজুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।