ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বল হাতে উজ্জ্বল সাকিব-শরিফুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
বল হাতে উজ্জ্বল সাকিব-শরিফুল

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলা টাইগার্স মিশিশাউগা। ভ্যাঙ্কুবার নাইটসকে ২২ রানে হারিয়েছে তারা।

এ ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।

৪ ওভারে স্রেফ  ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক সাকিব। আগের ম্যাচে যদিও উইকেট পাননি। আরেক বাংলাদেশি শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

ব্রাম্পটনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। শুরুতে অবশ্য সেভাবে রান ওঠেনি। তবে মাঝের ওভার থেকে রানের চাকা বাড়াতে থাকেন ইফতিখার আহমেদ। ৪০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন তিনি। শেষ দিকে ডিলন হেইলিগের ১৯ বলে ২৭ ও গুরপাল সিধু ৭ বলে ১০* রানের ক্যামিও ইনিংস উপহার দেন।

জবাবে হার্শ থাকেরের ৬৭ বলে ৭৯ রানের ইনিংসের পরও জিততে পারেনি ভ্যাঙ্কুভার। ৬ উইকেটে ১৩০ রান নিয়ে থামে তারা।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।