ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের টেস্টে ফেরার গুঞ্জন, চোট নিয়ে যা বললেন ফিজিও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
তাসকিনের টেস্টে ফেরার গুঞ্জন, চোট নিয়ে যা বললেন ফিজিও

তাসকিন আহমেদ কাঁধের চোটে ভুগছেন বেশ লম্বা সময় ধরে। এক পর্যায়ে টেস্ট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তবে পাকিস্তান সিরিজ সামনে রেখে আবারও তার টেস্টে ফেরার গুঞ্জন শুরু হয়েছে।  

কয়েকজন পেসারের চোট তাসকিনকে টেস্ট ফেরাতে পারে, এমন আলোচনা আছে। তবে তার পুরোনো কাঁধের সমস্যা এখনও কাটেনি, শনিবার এমনটি জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম। টেস্টে ফিরতে তাসকিনকে কী করতে হবে সেটিও জানিয়েছেন তিনি।  

বায়েজীদ বলেন, ‘তাসকিন তো এতদিন টি-টোয়েন্টি সংস্করণে খেলেছে। ওইসময় তো লম্বা স্পেল বল করা হয় না। ওর কাঁধের একটা সমস্যা ছিল। এমনকি বিশ্বকাপের সময়ও আমরা তার কাঁধ দেখিয়ে এনেছি। কাঁধের যে সমস্যাটা ছিল, সেটা একই। কোন পরিবর্তন হয়নি। ’

‘টেস্ট খেলতে হলে বোলিং ওয়ার্কলোড, লম্বা স্পেল করতে হয়। আস্তে আস্তে বিল্ড আপ করে তারপর টেস্ট খেলতে হয়। সে যেহেতু একটা লম্বা সময় টি-টোয়েন্টি খেলছে, এখন সে চেষ্টা করে দেখবে। সে যদি ভালো অনুভব করে, তাহলে সে ইন শা আল্লাহ আবার টেস্ট খেলতে পারবে। ’

বাংলাদেশ সময় : ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।