ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব-শরিফুলদের ছন্দপতন, হারলো দলও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
সাকিব-শরিফুলদের ছন্দপতন, হারলো দলও

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। বাংলা টাইগার্স মিসিসাগাও জিতেছিল টানা ৩ ম্যাচ।

তবে এবার দুজনেরই ছন্দপতন হলো। বড় ব্যবধানে হারলো তাদের দলও।

গতকাল ব্রাম্পটনে আগে ব্যাট করে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় বাংলা টাইগার্স। ৮০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ব্রাম্পটন উলভস। ব্যাট হাতে সাকিব তিন নম্বরে নেমে ৬ বলে মাত্র ৪ রান করেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে শরিফুলের ব্যাট থেকে। ৪ বলে ১২ রান করেছেন তিনি।

আগের চার ম্যাচে ৬ উইকেট নেওয়া সাকিব কাল বোলিংয়ে আসেননি। তবে শরিফুল ৩ ওভার করলেও ২৫ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। ব্রাম্পটনের ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৪ রান নিয়ে ছিলেন অপরাজিত। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে বাংলা টাইগার্স।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।