ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না: লিটন দাস

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না: লিটন দাস

বৈষম্যবিরোধী আন্দোলন এখন চরমে পৌঁছেছে। সারাদেশজুড়ে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন কুমার দাস।

ফেসবুকে এই উদ্বোধনী ব্যাটার লিখেছেন, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন। ’

এর আগে একই মাধ্যমে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক। ’

গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কয়েকজন ক্রিকেটার এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি কামনা করে পোস্ট করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।