ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সরকার পতনের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রিকেটাররাও

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সরকার পতনের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রিকেটাররাও

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর রাস্তায় নেমে উল্লাস করতে দেখা যায় হাজারো মানুষকে।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দেন ব্যাটার ইমরুল কায়েস। এই লেখায় তিনি ক্রিকেট বোর্ডে সংস্কারের দাবি তুলেছেন। ইমরুল লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। ’

‘খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না৷ বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ’

শেখ হাসিনার পদত্যাগের ঘটনাকে ‘স্বাধীনতা’ বলে মনে করেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। একই দিনে কন্যা সন্তানের বাবা হওয়া এই ক্রিকেটার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম। ’

ডানহাতি পেসার এবাদত হোসেন অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ স্বাধীন। ’ 

জাতীয় দলের বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব তার পোস্টে স্যালুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকা, লিখেছেন, 'শিক্ষার্থীদের শক্তি। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।