ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শিক্ষার্থীদের খাবার দিল বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
শিক্ষার্থীদের খাবার দিল বিসিবি

দেশে এখন একটি বিশেষ অবস্থা চলছে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছাড়েন।

এরপর থেকে পুলিশের ওপর আসা আক্রমণের জেরে তারা অনেকটাই নিষ্ক্রিয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এ অবস্থায় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন শিক্ষার্থীরা।  

রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণও করছেন তারা। এই শিক্ষার্থীদের ফুল, খাবার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।  

বৃহস্পতিবার দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে প্রায় আড়াইশ প্যাকেট খাবার বিতরণ করেন মিডিয়া বিভাগের কর্মীরা।  

এছাড়া বিসিবিতে নানাভাবে স্মরণ করা হচ্ছে কয়েকদিন আগে হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের শহীদদের। একটি বড় ব্যানারও লাগানো হয়েছে। অনুশীলনের আগে নিরবতা পালন ও দোয়া করেছেন ক্রিকেটাররা।  

বাংলাদেশ সময় : ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।