ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আন্দোলনকারী ছাত্রদের সহায়তা করে হারানো চাকরি ফিরে পেলেন বিথী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
আন্দোলনকারী ছাত্রদের সহায়তা করে হারানো চাকরি ফিরে পেলেন বিথী

সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদের সহায়তা করে চাকরি হারিয়েছিলেন সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী। তবে সরকার পতনের পর রংপুর বিভাগের নারী ক্রিকেট দলের ম্যানেজার পদে আবারও ফেরানো হয়েছে তাকে এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছেন তিনি।

চাকরি ফিরে পেয়ে বিথী বলেন, 'আলহামদুলিল্লাহ, আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দলে আবারও ম্যানেজার হিসেবে সম্মানজনকভাবে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। । আমার ফেসবুকের সকলে অনেক সাপোর্ট করেছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব আপনাদের প্রতি। ' 

'আগে- আবু সাঈদ ভাইয়ের পরিবার ও ছাত্রদের পানি-বিস্কিট দিয়ে পাশে ছিলাম বলে আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ জিজ্ঞাস করার সময় আমাকে এসব বলেছিল। ক্রিকেট আমার ২য় পরিবার। '

গত ১৬ জুলাই আন্দোলন করার সময় পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।