ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দু-একজনের কথায় পরিবর্তন চাই না: বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
দু-একজনের কথায় পরিবর্তন চাই না: বিজয়

দেশের সবক্ষেত্রেই এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটেছে।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে সব জায়গায়ই ক্ষমতার পালাবদল হচ্ছে।  

ক্রীড়াঙ্গনেও এখন একটা পরিবর্তনের আঁচ লেগেছে। তবে হুট করেই এত পরিবর্তনের সঙ্গে একমত নন ক্রিকেটার এনামুল হক বিজয়। বৃহস্পতিবার মিরপুরে সবাইকে নিয়ে আলোচনার কথা বলেছেন তিনি।  

বিজয় বলেন, ‘আমার কাছে মনে হয় যে, একটা বড় আলোচনা হওয়া জরুরি। দু-একজনের কথায় আমিও পরিবর্তন চাই না। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন বড় ধরনের গ্রুপ নিয়ে, যেহেতু আমরা সবাই ক্রিকেট নিয়ে কাজ করি বা সবাই ক্রিকেট খেলছি, বা কেউ খেলেছে বা খেলবে। আমার মনে হয় একটা বড়  ধরনের আলোচনা দরকার- যেখানে যেখানে যে আছে। ’

‘আসলে আমি জানব না সেকেন্ড ডিভিশনে কী হচ্ছে, আমি প্রিমিয়ার লিগটা জানি- আমি কিন্তু ফুটবলের ব্যাপারটা জানি না, অনূর্ধ্ব-১৩ তে কী হচ্ছে এটা আমি জানি না। ছোট থেকে বড়, সবার একটা দারুণ আলোচনা সম্ভব। যেখানে আমরা তুলে ধরতে পারব যে- আমাদের এটা এটা প্রয়োজন। এটা এখন এমন যে এখনই বলে ফেললাম- কতটা আসবে সেটা জানি না। একটা বড় আলোচনা দরকার পরিবর্তন আনার জন্য। ’

বাংলাদেশের ক্রিকেটে বলার মতো খুব বেশি সাফল্য নেই। ছেলেদের জাতীয় দলের কোনো শিরোপা নেই এখন অবধি। পরিবর্তনের এই সময়ে এখন জাতীয় দলকে একটা ট্রফি এনে দিতে চান বিজয়।  

তিনি বলেন, ‘আসলে এটা সত্যি যে আমাদের কাঙ্ক্ষিত অর্জন- যে অর্জনটা আমরা মানুষকে দিতে চাই, আমরা একটা এশিয়া কাপের ট্রফি দিতে চাই, আমরা একটা বিশ্বকাপের ট্রফি দিতে চাই। আমরা দারুণ কিছু টুর্নামেন্ট হয়তো একসঙ্গে খেলছি, সেই টুর্নামেন্টের ট্রফি আমরা দিতে চাই। ’

‘আমাদের স্বচ্ছ ক্রিকেট চাই, জিনিসগুলো কিন্তু মানুষ আশা করে বসে আছে- কিন্তু সেটা আমরা দিতে পারিনি। কিন্তু সেটা আমাদের অনূর্ধ্ব-১৯ দিয়েছে। আমাদের মেয়ে ক্রিকেটাররা দিয়েছে। সেই জিনিসটা কিন্তু আমাদের বড় সার্কিটে দিতে পারিনি। আমাদের মধ্যে সেই জিনিসটা আমরা উপলব্ধি করি। একটা বড় অর্জন দেওয়া জরুরি, এই দেশের জন্য, এই স্বাধীন দেশের জন্য। যেটা আমরা চেষ্টা করব, আমরা মনে করি। ’

বাংলাদেশ সময় : ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।