ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির ভেন্যু বদল ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির ভেন্যু বদল ভারতের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল তারা জানায় ধর্মশালায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি গড়াবে গোয়ালিয়রে।

বাকি দুটি ম্যাচের ভেন্যু অপরিবর্তিতই থাকবে।

এক বিবৃতিতে বিসিসিআই জানায়, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসসিয়েশনের ক্রিকেট মাঠের ড্রেসিং রুমের উন্নতি এবং সংস্কারের জন্যই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তবে বাকি দুইটি ম্যাচ অপরিবর্তিত মাঠেই গড়াবে। ৬ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয়টি গড়াবে ৯ অক্টোবর, দিল্লিতে। তৃতীয় ও শেষ ম্যাচে হায়দরাবাদে আগামী ১২ অক্টোবর মুখোমুখি হবে দুদল।

এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। শেষ টেস্টটি কানপুরে অনুষ্ঠিত হবে; আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। সিরিজটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।