ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাঁটতে না পারার ওসব দিন এখন মনে করতে চান না এবাদত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
হাঁটতে না পারার ওসব দিন এখন মনে করতে চান না এবাদত

এবাদত হোসেনের লড়াইটা অনেকদিন ধরেই একার। কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হলেন যখন, তার পুরো শরীর থেকে ঘাম পড়ছে, বারবার সেটি তিনি দেখিয়ে বোঝাতে চাইছিলেন ক্লান্তি।

লিগামেন্টের ইনজুরিতে অস্ত্রোপচার হয় এবাদতের। এরপর থেকে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে তিনি।  

এখন অবশ্য অনুশীলন শুরু করেছেন। বোলিংটাও শুরু করেছেন বেশ কিছুদিন হলো। তবে এর আগে কঠিন সময় পাড়ি দিতে হয়েছে তাকে। ইনজুরির শুরুর দিকে তো ঠিকঠাক হাঁটতেই পারতেন না। এখন ওসব স্মৃতি। আর মাসখানেকের মধ্যেই মাঠে ফেরার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। এমন সময়ে শুরুর দিকের কথাগুলো মনেই করতে চাননি এবাদত।

মিরপুরে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা সত্যি কথা অনেক কষ্টের সময় ছিল। এটা মনে করতে চাইও না এখন। ওই সময়টা এমন ছিল, সবসময় একা একা লাগতো। কারণ আমি খেলোয়াড় হিসেবে সবসময় মাঠে থাকবো, খেলবো; এক তো হচ্ছে এই কষ্ট। দ্বিতীয়ত আমি হাঁটতেই পারছি না। আমি একটু বাইরে যাবো, কারো সঙ্গে দেখা করবো কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা আসলে অনেক কষ্ট, সত্যি কথা এটা মনে করতে চাই না। ’

প্রায় মাস দেড়েক ধরে বোলিং শুরু করেছেন। ধীরে ধীরে এখন সুস্থ হওয়ার পথে আছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই পেসার। বোলিংয়ে পুরো ছন্দে ফিরতে আর কতদিন সময় লাগবে? এমন প্রশ্ন ছিল এবাদতের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘আজকে একটু রানিং করলাম। ফিটনেসের কাজ করলাম, ব্যাটিং করেছি, তারপর বোলিং করলাম। বোলিং শুরু করেছি আমি এক দেড় মাস হলো, বোলিং ইন্টেন্সেটি আগে ৭০-৮০% ছিল, ওভাবেই আছে এখনও। ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে শেষ দিকে এসে কী রকম বোলিং করা লাগে বা কী রকম ফিটনেস মেইনটেইন করা লাগে। ওইটাই ফলো করছি আপাতত। বোলিং ইন্টেসেটি ৮০% এর মতোই আছে। আশা করছি দুই-তিন সপ্তাহের মধ্যে যেন ফুল ইন্টেনসেটিতে বোলিং করতে পারি। ’ 

বাংলাদেশ দল এখন আছে পাকিস্তানে। এরপর তাদের মিশন ভারতের বিপক্ষে সিরিজ। তাদের বিপক্ষেই ফিরতে চান এবাদত। তবে আপাতত টেস্টে ফিরবেন কি না, এ নিয়েই দ্বিধায় আছেন। এবাদত অবশ্য আশাবাদী, ভারতের বিপক্ষে সিরিজে ফিরতে।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি। ভারতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে। নির্ভর করছে যে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু ইতিবাচক হবে। যেহেতু সামনে ভারত সিরিজ আছে, চেষ্টা করছি এর আগে যদি আমি টেস্ট ফিটনেসটা পেয়ে যাই। আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে ভারত সিরিজের আগে নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার, ওখানে সুযোগ পেলে বিচার করতে পারবো কতটুকু ফিট টেস্ট ম্যাচ খেলার জন্য। ’ 

নিজের পুরো ছন্দ খুঁজে পাবেন কি না এর উত্তরে এবাদত বলেন, ‘এটা স্বাভাবিক এক বছর যেহেতু খেলার বাইরে। আমার বোলিংয়ে ছন্দটা একটা ফ্যাক্টর। চেষ্টা করছি বোলিংয়ের ছন্দ খুঁজে পেতে। যে ইন্টেনসেটিতে বোলিং করছি এখন, আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি আমার ছন্দটা খুঁজে পাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে, এই সময়ে আমার সেকেন্ড স্কিল যেটা আছে, ব্যাটিং নিয়ে কাজ করছি। ফিল্ডিং সেটা নিয়েও কাজ করছি। ’

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।