ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ই-স্পোর্টস বিশ্বকাপে খেলবেন নেইমার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
ই-স্পোর্টস বিশ্বকাপে খেলবেন নেইমার

চোটের কারণে অনেকদিন থেকেই মাঠের বাইরে নেইমার জুনিয়র। খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাতেও।

অবশ্য মাঠে ফেরার লড়াই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার আগেই তাকে দেখা যাবে ই-স্পোর্টস বিশ্বকাপে।

সৌদি আরবের আল হিলাল ক্লাবের হয়ে খেলেন নেইমার। এই সৌদিতেই এখন চলছে ই-স্পোর্টস বিশ্বকাপ। নেইমার নিজে গেমিং খুব ভালোবাসেন। প্রায়ই তাকে গেম খেলতে দেখা যায়। তাই হাতের কাছে থাকা সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন সাবেক বার্সা ও পিএসজি তারকা।

বেশ কয়েকটি সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, নেইমার ই-স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক ২, রকেট লিগ এবং টেক্কেন এ তিনটি আলাদা গেম খেলবেন । এদিকে প্রায় আট মাসেরও বেশি সময় তিনি মাঠের বাইরে। লিগামেন্টের চোট সারতে বছরখানেক লেগে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।