ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কুঁচকির চোটে ছিটকে গেলেন জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
কুঁচকির চোটে ছিটকে গেলেন জয়

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে ধাক্কা খেলো বাংলাদেশ। ছন্দে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে তার খেলা হচ্ছে না।  

জয়ের এই চোটের খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের নেতৃত্ব দেন জয়। দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ ও ৬৫ রান করেন তিনি, বল হাতেও নেন পাঁচ উইকেট।  

অস্ট্রেলিয়া থেকে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যান জয়। ইসলামাবাদে প্রথম ইনিংস দল অলআউট হয় স্রেফ ১২২ রান, কিন্তু জয় করেন ৬৫ রান। কিন্তু কুঁচকির চোটের কারণে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি তিনি।  

আগামী ২১ আগস্ট রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩১ আগস্ট।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।