ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি পেসার

স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বটে, তবে ফিটনেস নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই পিঠের ইনজুরির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ সিরিজ থেকে ছিটকেই গেলেন আমের জামাল।

ডানহাতি এই পেসারের স্কোয়াডে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জামালের। সেই সিরিজের ৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তবে এরপর আর টেস্ট ক্রিকেটে মাঠে নামা হয়নি তার।

গত মে মাস থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন আমের। গত জুনে সবশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছিলেন তিনি। চোটে ভুগলেও ফিট থাকা সাপেক্ষে বাংলাদেশ সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে। কিন্তু সময়মতো ফিট হয়ে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। তাই আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি।

এদিকে পাকিস্তান স্কোয়াডে একমাত্র বোলিং অলরাউন্ডার হিসেবে ছিলেন আমের। তিনি না থাকায় প্রথম টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড সংখ্যা এখন ১৪ জন। এ দলের হয়ে খেলার জন্য স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এএইচএস

   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।