গত এক মাস দেশের ওপর দিয়ে একরকম ঝড়ই বয়ে গেছে। ব্যাপক প্রাণহানির পর ক্ষমতা ছেড়েছেন শেখ হাসিনা।
যোগাযোগ বিচ্ছিন্ন ওই সময়ে বাংলাদেশের মানুষের জন্য পরিস্থিতি ছিল দুঃসহ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন কয়েকজন ক্রিকেটারও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এ নিয়ে এবার কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল। ’
‘প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি। ’
কিছুদিন আগে বিলুপ্ত সংসদের আওয়ামী লীগের সদস্য ছিলেন সাকিব আল হাসান। কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব থাকায় তার প্রতি অসন্তোষ রয়েছে। এবারের পাকিস্তান সফরের দলে আছেন সাকিব। তবে গত কয়েকদিনের ঘটনা তার খেলায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শান্ত।
তিনি বলেন, ‘না, আমার তেমন মনে হয় না। কারণ সে পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি সত্যি বলতে। দীর্ঘ দিন ধরে সে এই খেলাটি খেলে। তাই সে নিজের দায়িত্ব জানে এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে সে বিশেষ কিছু করবে। ’
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমএইচবি/আরইউ