ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরো সেশনে একটি উইকেটও নিতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
পুরো সেশনে একটি উইকেটও নিতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশের সব বোলারকেই চেষ্টা করে দেখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু কেউই এনে দিতে পারলেন না কাঙ্ক্ষিত সাফল্য।

পুরো সেশনে একটি উইকেটও নিতে পারেনি তারা।  

রাউয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের প্রথম সেশন অবধি ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে স্বাগতিকরা।  

১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল দুজনেই অপরাজিত আছেন এখনও। তারা আছেন সেঞ্চুরির পথেও।  

৬৪ বলে টেস্টে নিজের ১০ম হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ রিজওয়ান। তিনি এখন অপরাজিত আছেন ১৩১ বলে ৮৯ রান করে। ১৬৯ বলে ৮৬ রানে অপরাজিত আছেন তার সঙ্গী শাকিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার, কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান।

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, ২২ আগস্ট, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।