পাকিস্তানের রানপাহাড়ের জবাবে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও মুমিনুল হকের পর হাল ধরেছেন মুশফিকুর রহিম।
আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। যেখানে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৮ রানের (ডিক্লেয়ার) জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামের ১৮৩ বলে ৯৩ রান ও মুমিনুলের ৭৬ বলে ৫০ রানের দারুণ দুই ইনিংসে জবাবটা ভালোভাবেই দিচ্ছিল সফরকারীরা। তাদের দুজনের লড়াই শেষ হয় বাংলাদেশ ১৪৭ রানে ৩ উইকেট হারালে। মাঝে জাকির হাসান (১২), নাজমুল হাসান শান্ত (১৬) সাকিব আল হাসান (১৫) ব্যর্থ হয়েছেন।
পাঁচে নেমে হাল ধরেন মুশফিক। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন লিটন দাস। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। এর মধ্যে মুশফিকেরটি বিশেষ। কারণ এই ফিফটি করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মাইলফলক ছুঁতে তার লাগতো মাত্র ৩২ রান। সেটি তিনি সহজেই পেয়ে যান। মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন কেবল তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার ৩৯১ ম্যাচে ১৫ হাজার ২৪৯ রান করেছেন। মুশফিকের লাগলো ৪৬১ ম্যাচ।
এদিকে লিটনও আছেন দারুণ ছন্দে। ৪৭ বলে ৩২ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। পাকিস্তানি পেসার নাসিম শাহর এক ওভারে দুই চার ও ১ ছক্কায় ১৮ রান নিয়ে ফিফটিতে পৌঁছে যান লিটন। তার ১৭তম টেস্ট ফিফটি এসেছে মাত্র ৫২ বলে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩০৯ রান। এখনও ১৩৯ রানে পিছিয়ে আছে শান্তবাহিনী। তৃতীয় সেশনের খেলাও প্রায় শেষ পর্যায়ে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এমএইচএম