ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যেমন বাংলাদেশ দেখতে চান তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
যেমন বাংলাদেশ দেখতে চান তামিম

বন্যার্তদের সাহায্যে যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। ঠিক এমন বাংলাদেশই দেখতে চেয়েছেন তামিম ইকবাল।

যেখানে ভেদাভেদ ভুলে সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতি দেখাবে মানুষ।

এক ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। ’

‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা। ’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে কিছুদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন,  ‘আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক। ’

গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন তামিম।

বাংলাদেশ সময় : ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।