ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে পাকিস্তান, মনে করেন না শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বাংলাদেশকে হালকাভাবে নিয়েছে পাকিস্তান, মনে করেন না শান্ত

জয়ের মুহূর্তে টিভি ক্যামেরা ছিল বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে। প্রতিটি ক্রিকেটারের উচ্ছ্বাসেই স্পষ্ট হচ্ছিল তাদের আনন্দ।

হবে নাই বা কেন- রাউয়ালপিন্ডিতেই পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।  

এই ম্যাচে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ম্যাচে তাদের একাদশেও ছিলেন না বিশেষজ্ঞ স্পিনার। অথচ ম্যাচের শেষদিনে উইকেট নিয়ে ম্যাচের মোড় বদলে দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। তাহলে কি বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল পাকিস্তান? 

এই প্রশ্নের উত্তরে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি এই রকম ভাবি না। আমরা জানি ওদের শক্তির জায়গা পেস বোলিং। স্পিনারদের পাশাপাশি শেষ দুই বছর ধরে পেস বোলিংয়ে আমরা ভালো করতছি। আমার মনে হয় না তারা পিচ বুঝতে পারেনি। ’

‘আমরা ভালো বল করেছি। তাদের বোলাররা ভালো করেছে এবং আমাদের ব্যাটাররা এই ধরনের গরম কন্ডিশনে ভালো ব্যাটিং করেছে। পাশাপাশি আমাদের ওপেনাররা ওইদিন ১২ ওভার ভালো ব্যাটিং করেছে। ’

চতুর্থ দিনের পরও মনে হচ্ছিল ড্রয়ের পথে হাঁটছে ম্যাচ। এরপর মোড় বদলে যায়। প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে ১০ উইকেটে হারিয়েছে কোনো দল। আগের ১৩ টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ড্রও ছিল স্রেফ একটি। কেমন অনুভূতি?

শান্ত বলেন, ‘এটা দারুণ অনুভূতি। আজকে (গতকাল) সকালে যখন মাঠে এসেছি, তখন থেকেই বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব। কারণ আমরা তখন ৯৪ রানে এগিয়ে ছিলাম। স্পিনারদের জন্য পিচ কঠিন ছিল। পেসারদের বল বেশ উঁচু-নিচু হচ্ছিল। তখন আমাদের মধ্যে বিশ্বাস ছিল যদি সঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারব। এটাই ঘটেছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।