ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি সভাপতিকে রূপায়ণ সিটির শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
বিসিবি সভাপতিকে রূপায়ণ সিটির শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাহবুবুর রহমান। এ সময় তিনি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপায়ণ গ্রুপ জানায়, 'রূপায়ণ গ্রুপ সবসময় ক্রিকেটসহ সকল ধরনের খেলাধুলার পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকারবদ্ধ। রূপায়ণ সিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিম বরিশাল এবং রংপুরের গর্বিত স্পন্সর হিসেবে ছিল। অতীতেও তারা ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বিশ্বাস করে, খেলাধুলা যে কোনো প্রজন্মকে পুনর্নির্মাণ করতে পারে। '

'রূপায়ণ সিটি আশা করে অদূর ভবিষ্যতে ক্রিকেট ও তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং রূপায়ণ সিটি যেমন আবাসন খাতে দেশের প্রথম সারির উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে এগিয়ে চলেছে তেমনি বাংলাদেশ ক্রিকেটও পৌঁছাবে উন্নতির শিখরে। '

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।