ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি মুশফিকের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
টেস্ট র‍্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি মুশফিকের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিম এবার র‍্যাংকিংয়েও বড় লাফ দিলেন। টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

দুই ধাপ এগিয়েছেন লিটন দাসও।

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর পাকিস্তানের ঘরের মাটিতে তাদের বিপক্ষে এটাই কোনো দলের সব উইকেট হাতে রেখে পাওয়া জয়। এমন ঐতিহাসিক এক জয়ের পেছনে দারুণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। ৩৪১ বলে খেলেছেন ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস।  

মুশির এই ইনিংসে ভর করে লিডের দেখা পায় বাংলাদেশ। যা পরে ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। এই ইনিংসের কল্যাণে ব্যাটারদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন মুশফিক। তার বর্তমান অবস্থান ১৭তম স্থানে।  টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে এটাই তার সেরা অবস্থান। এর আগে ২০২২ সালের মে এবং ২০২৩ সালের এপ্রিলে ১৭তম অবস্থানে উঠেছিলেন তিনি। একইসঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও (৬৮৪) অর্জন করেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।  

একই ম্যাচে ৭৮ বলে ৫৬ রানের দ্রুতগতির ইনিংস খেলেন লিটন। টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে তার উন্নতি হয়েছে দুই ধাপ। ডানহাতি এই ওপেনার আছেন ২৭তম স্থানে। মুশি ও লিটন এগোলেও র‍্যাংকিংয়ে দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশ অন্য দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুমিনুল হক। সাকিবের অবস্থান ৪৩তম স্থানে এবং মুমিনুল আছেন ৪৬তম স্থানে। না খেলেও এক ধাপ পিছিয়েছেন তামিম ইকবাল (৫০তম)। এছাড়া এক ধাপ পিছিয়ে ৬৩তম স্থানে নেমে গেছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে তিন ধাপ উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের (৮৫তম)।

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষ দশেও বড় পরিবর্তন এসেছে। আগের মতোই প্রথম তিন স্থানে আছেন যথাক্রমে- জো রুট, কেন উইলিয়ামসন এবং ডেরিল মিচেল। তবে চার নাম্বার থেকে ছয় ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন পাকিস্তানের বাবর আজম। ৩ ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।  

শীর্ষ দশে সবচেয়ে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করা এই ব্যাটার ৭ ধাপ এগিয়ে ১১ম স্থানে উঠেছেন। তার এক ধাপ উপরেই আছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন ভারতের বিরাট কোহলি। এছাড়া ভারতের আরেক ব্যাটার যশস্বী জসওয়াল এক ধাপ এগিয়ে উঠেছেন সপ্তম স্থানে।

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা তাইজুল ইসলাম নেমে গেছেন তিন ধাপ। এই বাঁহাতি স্পিনার আছেন ১৯তম স্থানে। তবে এক ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তবে আগের মতোই ২৮তম স্থানে আছেন সাকিব আল হাসান। শীর্ষ ১০০-তে থাকা বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। শরিফুল ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪তম স্থানে। আর ২৩ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠেছেন হাসান।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।