ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভুল উত্তর দিলে ড্রেসিংরুমে কাঁদতেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
ভুল উত্তর দিলে ড্রেসিংরুমে কাঁদতেন লিটন

প্রশ্নটা শুনেই লিটন দাস বললেন ‘ভুল উত্তর দেব নাকি সঠিক?’ এ পাশ থেকে সঠিক উত্তর চাওয়া হলো। লিটন বললেনও, এরপর জানালেন ভুল উত্তর।

গত কিছুদিন ধরে সময়টা খুব খারাপ যাচ্ছিল তার।

ভালো করতে পারেননি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এ নিয়ে সমালোচনা শুনতে হচ্ছিল লিটনকে। ওই সময় নিজেকে মানসিকভাবে কীভাবে ঠিকঠাক রেখেছেন? 

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিটন বলেন, ‘যদি সঠিক উত্তর দিই, আমি এসব কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করেছি। কীভাবে পরিশ্রম করব, কীভাবে ভালো করব। ’

এরপর সাংবাদিকরা জানতে চান ভুল উত্তরটা কী। তিনি বলেন, ‘যদি ভুল উত্তর দিই, সারা দিন ড্রেসিংরুমে বসে বসে কাঁদতাম। ’

এরপর সিরিয়াস ভঙ্গিতে লিটন বলেন, ‘এটা হচ্ছে মনের কথা। তবে এটা বিষয় না, ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে না। যে সময় খারাপ যায়, সে সব সময় চেষ্টা করে যে, ভালো কিছু করার। ভালো করার একটাই উপায় আছে আমাদের, সেটি হলো অনুশীলন। ’

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ খেলেছে বাংলাদেশ। তাদের হারিয়েছে ২-০ ব্যবধানে। এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিটন। এসবের পেছনে ইতিবাচক ড্রেসিংরুমের কথাই বলেছেন লিটন।

তিনি বলেন, ‘ড্রেসিংরুমে সব সময় পজিটিভ নেগেটিভ দুই ধরনের কথা বার্তাই হয়। কিভাবে ক্যামব্যাক করতে পারি, কিভাবে গেম চালাতে পারি। সো সব সময় পজিটিভ ওয়েতে কথা বার্তা হয়। একটা জিনিস সবচেয়ে ভালো যে, ওখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে। চেষ্টা করব জিনিসটা ভালো করার। ’

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।