ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় ৭ উইকেটের জয় মেয়েদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
শ্রীলঙ্কায় ৭ উইকেটের জয় মেয়েদের

বৃষ্টির বাধা এলো শুরুতেই। কমে এলো ম্যাচের দৈর্ঘ্যও।

এরপর প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখে বাংলাদেশের মেয়েরা। ওই রান তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি তাদের।

মঙ্গলবার কলম্বোয় শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ নারী ‘এ’ দল। বৃষ্টির বাধায় ম্যাচটি নেমে যায় ২০ ওভারে। শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রান করে স্বাগতিক মেয়েরা। এই রান ৭ উইকেট ও দুই ওভার হাতে রেখে তাড়া করে বাংলাদেশ।  

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সাথী সন্দীপনী। ৩৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন তিনি। ১৪ বলে অপরাজিত ২৫ রান করেন মালশা সাহানি। বাংলাদেশের হয়ে দুই উইকেট করে নেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।  

রান তাড়ায় নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৩ বলে ১ রান করে রান আউট হয়ে যান শারমিন সুলতানা। তবে তার সঙ্গী দিলারা আক্তার ৩৪ বলে করেন ৪৭ রান।

দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বলে ৩০ রান করে মুর্শিদা ফিরলেও শেষ অবধি অপরাজিত থাকেন জ্যোতি। ২১ বলে চারটি চার হাঁকিয়ে ২৪ রান করেন তিনি। ১৬ বলে ১১ রান আসে আরেক অপরাজিত রিতু মণির ব্যাটে।  

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এমএইচবি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।