ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ‘বিদায়ী’ টেস্টের দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
সাকিবের ‘বিদায়ী’ টেস্টের দিনক্ষণ চূড়ান্ত

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। তবে তা এখনো যদি-কিন্তু’র সুতোয় ঝুলছে।

কেননা সাকিব তখনই দেশে ফিরবেন, যখন নিরাপত্তার নিশ্চয়তা পাবেন তিনি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্ট খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে প্রোটিয়ারা। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে এটাই হবে সাদা পোশাকে সাকিবের শেষ ম্যাচ।  

দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর থেকে। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৫ সালে  দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল তারা। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।