ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চার থেকে সাতে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
চার থেকে সাতে নেমে গেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের চারে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ভারত সফরে গিয়ে ধবলধোলাই হতে হয়েছে।

যার ফলে টেবিলের সাতে নেমে গেছে টাইগাররা।

৮ ম্যাচ শেষে ৩ জয় ও ৫ হারে ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এর ঠিক পরেই আছে পাকিস্তান (১৯.০৫ শতাংশ) ও ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২)।

ঘরের মাটিতে ২-০ ব্যবধানে জিতে শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট অর্জন করেছে তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে আর মাত্র চারটি টেস্ট বাকি আছে বাংলাদেশের। চলতি মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। বাকি দুই টেস্টে আগামী নভেম্বরে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।