ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান একাদশে ফিরলেন জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
পাকিস্তান একাদশে ফিরলেন জামাল

ইংল্যান্ডের বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয়া মুলতান টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ইনজুরি কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন আমের জামাল।

এছাড়া পেস অ্যাটাকে তাকে সঙ্গ দেবেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ।

সম্প্রতি বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে অধিনায়ক শান মাসুদ বলেন, ‘এটাই আমাদের সেরা একাদশ। আমের জামালের অন্তর্ভুক্তি আমাদের খুবই কাজে দেবে। স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাটিং লাইনআপ একই রেখেছি আমরা। ’

এর আগে গতকাল একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে পাচ্ছে না তারা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘স্টোকসের অনুপস্থিতি অবশ্যই ইংল্যান্ডের ওপর প্রভাব ফেলবে, তবে তাদের একাদশ এখনো শক্তিশালী। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ’

পাকিস্তান একাদশ : সায়েম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আমের জামাল, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।  

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ, শোয়েব বশির।


বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।