ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

প্রথম ম্যাচ হারের পর এমনিতেই বাড়তি চাপে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই সফরকারীদের।

টেস্ট সিরিজেও তাদের সঙ্গী হয়েছিল হার।  

দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত।  

টসের সময় তিনি বলেছেন, দ্বিতীয় ইনিংসের সময় কুয়াশা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। উইকেট দেখে ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে তার। টস জিতলে আগে ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শরিফুল ইসলামের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। ভারতের একাদশে অবশ্য কোনো বদল আসেনি।  

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।