ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত, আশা ওয়াসিম আকরামের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত, আশা ওয়াসিম আকরামের

আগামী বছর নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান। তার চেয়েও বড় আলোচনা এখন ভারত সেখানে খেলতে যাবে কি না, সেটা নিয়ে।

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অবশ্য বেশ আশা নিয়েই তাকিয়ে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দিকে।

২০০৮ সালের পর থেকে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। গত বছর এশিয়া কাপে তাদের যাওয়ার ব্যাপারে খুব আলোচনা হয়েছিল। কিন্তু রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত খেলতে গেলে শুধু ক্রিকেট নয়, বরং দুই দেশের সম্পর্কেও উন্নতি হবে বলে মনে করেন আকরাম।

ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘আমি যা কিছু পড়ছি তাতে মনে হচ্ছে, ভারতীয় সরকার ও বিসিসিআইয়ের মধ্যে একটি ইতিবাচক আবহ তৈরি হয়েছে। কোনো জায়গায় এটাও পড়েছি যে তারা সম্ভবত তাদের সব ম্যাচ লাহোরে খেলবে। সম্ভবত তারা লাহোরে খেলে ওই রাতেই দেশে ফিরে যাবে। ভারত যতক্ষণ এতে স্বাচ্ছন্দ্যবোধ করে, ততক্ষণ আমি আশাবাদী। ’

‘আমি প্রতিশ্রুতি দিতে পারি, তাদের খুব ভালোভাবে দেখভাল করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের অনেক ভক্ত রয়েছে পাকিস্তানে। তরুণ ক্রিকেটপ্রেমীরা তাদের ভালোবাসে। ’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত-পাকিস্তান ছাড়াও আট দলের এই আসরে অংশ নেবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

আকরাম বলেন, ‘এই যুগে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের বন্ধন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বিশ্বজুড়ে এতো নেতিবাচকতা ছড়িয়ে আছে, তা আমার মতে অপ্রয়োজনীয়। আমি মনে করি ভারত এলে ক্রিকেটের জন্য তা অসাধারণ হবে এবং অবশ্যই পাকিস্তানের জন্যেও ভালো হবে। ’

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তবে তারা জানিয়েছে, সবকিছু নির্ভর করছে সরকারের ওপর।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।