ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাইরের জিনিস ‘মসৃণ’ হোক, চান শান্তও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
বাইরের জিনিস ‘মসৃণ’ হোক, চান শান্তও

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে খুব একটা স্বস্তি নেই বাংলাদেশের জন্য। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে দল আছে সংযুক্ত আরব আমিরাতে।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবিয়ানে যাবে তারা।  

তবে এসব সিরিজ শুরুর আগে বিভিন্ন রকমের চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ। বাইরের অনেক বিষয় নিয়েই হচ্ছে আলোচনা। আফগানিস্তান সিরিজ শুরুর আগে তাই এক সাংবাদিকের প্রশ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে, সব কুফা কি একসঙ্গে লেগেছে? 

উত্তরে তিনি বলেন, ‘কঠিন। আমার মনে হয় সবগুলো যদি স্মুথলি হতো, অবশ্যই একটা দলের জন্য তো খুবই ভালো হতো। যেটা আমি বললাম নিয়ন্ত্রণের বাইরে। খেলোয়াড় হিসেবে আমাদের আসলে এই জিনিসগুলোর থেকে আমাদের যে সামর্থ্য আছে, সেটাকে কীভাবে কাজে লাগাতে পারি এটা গুরুত্বপুর্ণ। বাইরের এই বিষয়গুলো যদি সামনের সিরিজগুলো থেকে স্মুথলি চলে, তাহলে আমাদের দলের জন্য আরও ভালো হবে। ’ 

বাংলাদেশের ব্যাটারদের জন্য বরাবরই আতঙ্ক হয়েছেন ফজল হক ফারুকী। এই পেসারের বলে পর্যুদস্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। সাম্প্রতিক সময়ে তারা খুব একটা ভালো ফর্মেও নেই। তবে ওয়ানডে ফরম্যাট নিয়ে আশাবাদী শান্ত।

তিনি বলেন, ‘অবশ্যই। (ফারুকী) দারুণ একজন বোলার। কিন্তু আমার মনে হয় এই দলের বিপক্ষে আমরা অনেক খেলেছি। ওই আইডিয়াটা তো অবশ্যই আছে। আমি যেটা বলবো, যারা টপ অর্ডারে ব্যাট করবে তাদের ওই দায়িত্বটা নিতে হবে যে নতুন বলটা কীভাবে হ্যান্ডেল করবে। ’ 

‘আমার মনে হয় যেকোনো ফরম্যাটেই টপ অর্ডার অর্থাৎ শুরুটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বেশি চাপ নিয়ে ব্যাটিং করুক, এই জিনিসটা আমি চাই না। উপরের দিকে যারা ব্যাট করছে, খেলাটা উপভোগ করুক। যতটুকু সামর্থ্য আছে, দলের জন্য খেলুক। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।