ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শান্তর বদলি দিপু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শান্তর বদলি দিপু

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার বদলে এবার তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপুকে বেছে নিলেন নির্বাচকরা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে কারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলের কয়েকজন সদস্য এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজের পথে রওয়ানা দিয়েছেন। কিন্তু শান্তর যাওয়া হচ্ছে না।

শারজাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান শান্ত। যে কারণে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। গতকাল ম্যাচ চলাকালে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না তার। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরী জানিয়েছেন, গত রোববার এমআরআই করার পর শান্তর বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন পাওয়া যায়।  

আপাতত বিশ্রামে থাকবেন শান্ত। আগামী দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসছেন তিনি। শান্ত ছিটকে যাওয়ায় কে আসবেন তার জায়গায়, তা নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে দিপুকে ডাকা হলো। এখন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলছেন তিনি। গতকাল চট্টগ্রামের হয়ে ১১৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দিপু। ফর্মে থাকা এই ব্যাটারকেই ওয়েস্ট ইন্ডিজে উড়িয়ে নিচ্ছে বিসিবি।  

২০২৩ সালের ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দিপুর। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন তিনি। এ বছরের ৩০ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। তবে সবশেষ পাকিস্তান সফরের দলেও ছিলেন তিনি। তবে একাদশে সুযোগ পাননি। এবার অবশ্য তার সম্ভাবনা বেশি। যে কারণে তাকে যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজে পাঠাতে চায় বিসিবি। যাতে অন্তত একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।