ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে ট্যুর দেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
বাংলাদেশে ট্যুর দেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক দেশ পাকিস্তান। ইতোমধ্যে সে দেশে খেলতে না যাওয়া নিয়ে ভারতের সঙ্গে ঝামেলা চলছে।

বিষয়টি এখনও রয়ে গেছে অমীমাংসিত। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল ট্যুর আয়োজন শুরু করে দিয়েছে আইসিসি।

এই ট্যুরের অংশ হিসেবে গতকাল পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ট্রফিটি। আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আয়োজক দেশেই ট্যুর করবে সেটি। এর অংশ হিসেবে বাংলাদেশেও আসবে এই ট্রফি। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতেও ট্রফি প্রদর্শনের কথা রয়েছে।

এদিকে ট্যুরের অংশ হিসেবে পাকিস্তানের শহর মুরি, হুনজা, মুজাফফরাবাদ এবং স্কারদুতে নিয়ে যাওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফিটি। এছাড়া এটিকে আরোহণ করানো হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় ‘কেটু’তে। তবে টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হতে যাওয়া লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে যাচ্ছে না ট্রফিটি। বায়ুদূষণের মুখ্য কারণের পাশাপাশি অন্য শহরগুলোকে পর্যটনমুখী করতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি এবং পাকিস্তান সরকারের।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।