ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বড় জয়ে শীর্ষেই থাকছে সিলেট, ইমরুলের শেষ ম্যাচে খুলনার হার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
বড় জয়ে শীর্ষেই থাকছে সিলেট, ইমরুলের শেষ ম্যাচে খুলনার হার

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের তিনটি ম্যাচই শেষ হয়ে গেছে তৃতীয় দিনে এসে। সৈয়দ খালেদ আহমেদের ৫ উইকেটের পর বড় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট।

মিরপুরে ইমরুল কায়েসের শেষ ম্যাচে হেরেছে খুলনা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার কাছে ৯ উইকেটে হেরেছে খুলনা। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৭২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয় খুলনা। প্রথম ইনিংসে ১৬০ রান করা ঢাকা দ্বিতীয় ইনিংসে ১০৪ রান তাড়া করে ম্যাচ জেতে।  

খুলনা অলআউট হওয়ার পরই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। দ্বিতীয় দিনে গিয়ে শুরুতেই তারা জয়রাজ শেখের উইকেট হারায়, আল আমিন হোসেনের বলে এলবিডব্লিউ হন তিনি। তবে পরের জুটিতে রনি তালকুদার ও আরিফুল ইসলাম ম্যাচ জেতান। ৫৪ বলে ৬২ রান করে রনি ও ৪৫ বলে ৪২ রান করে আরিফুল অপরাজিত থাকেন।  

শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে ইনিংস ও ১৩৯ রানে হারিয়েছে সিলেট। শুরুতে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট হয় মেট্রো। জবাবে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে সিলেট। দ্বিতীয় ইনিংসে মেট্রো ১০৭ রানে অলআউট হলে বড় জয় পায় তারা।

৪ উইকেটে ৪৯ রান নিয়ে তৃতীয় দিনে ইনিংসে হার এড়ানোর লড়াইয়ে নামে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে তাদের অলআউট হওয়ার পথে ৫ উইকেট পান সৈয়দ খালেদ আহমেদ। ১১ ওভারে ৪৫ রান খরচ করেন তিনি। এছাড়া তিন উইকেট পেয়েছেন রেজাউর রহমান রাজা। এই জয়ে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে সিলেট।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীকে ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয় রাজশাহী। নিজেদের প্রথম ইনিংসে রাজশাহী করে ২৫২ রান। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ২২০ রানে অলআউট হলে রান তাড়ায় নেমে ৮৩ রান করে চট্টগ্রাম।  

৮ উইকেট হারিয়ে ২০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে রাজশাহী। তৃতীয় দিনে তাড়া যোগ করতে পারে কেবল ২২ রান। ঢাকার হয়ে পাঁচ উইকেট পান আহমেদ শরীফ। পরে রান তাড়ায় ৪৬ বলে ৪৭ রান করে দলকে জেতান সাদিকুর রহমান।  

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে দ্বিতীয় দিনশেষে ১৩৩ রানে এগিয়ে আছে বরিশাল। প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছিল তারা। নিজেদের প্রথম ইনিংসে রংপুর করে ৩২২ রান। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ১ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বরিশাল।  

৫ উইকেট হারিয়ে ২১৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে রংপুর। দলটির পক্ষে ১৩৫ বল খেলে সর্বোচ্চ ৬৫ রান করেন আব্দুল্লাহ আল মামুন। বরিশালের হয়ে তিন উইকেট করে নেন রুয়েল মিয়া ও মঈন খান।  

দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বরিশালের দুই ওপেনার। এর মধ্যে ১১৬ বলে ৫২ রান করে আউট হয়ে গেছেন আব্দুল মজিদ। ১১৬ বলে ৬০ রান করে অপরাজিত আছেন ইফতেখার হোসেন ইফতি।  

বাংলাদেশ সময় : ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।