ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

যুব এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আজিজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
যুব এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আজিজুল

চলতি মাসে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক করা হয়েছে আজিজুল হাকিম তামিমকে।

তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদ আবরার।

১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা মারুফ মৃধা, শিহাব জেমস ও ইকবাল হোসেন ইমনরা। এশিয়া কাপের  গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারের আসরে প্রথম দিনই (২৯ নভেম্বর) মাঠে নামবে যুবা টাইগাররা, প্রতিপক্ষ আফগানিস্তান।  

‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই সঙ্গী শ্রীলঙ্কা ও নেপাল। একই দিন একই সময়ে মাঠে নামবে এই দুই দলও। বাংলাদেশের বাকি দুই ম্যাচের একটি হবে ১ ডিসেম্বর, প্রতিপক্ষ নেপাল। আর গ্রুপের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

সেমিফাইনাল দুটি হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর।  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
রিজার্ভ: কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪

 

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।