ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নব উদ্যমে টি-টোয়েন্টিতে নতুন আয়োজন বিসিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নব উদ্যমে টি-টোয়েন্টিতে নতুন আয়োজন বিসিবির

পাঁচ তারকা হোটেলে আলোর ঝলকানি থাকলো। ছিল নাচ-গানও।

ঢালিউডের তারকারাও হাজির হলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে। জমকালো এই আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে ঘরোয়া একটি টুর্নামেন্টের জন্য। এমন কিছু সাধারণত চোখে পড়ে না খুব একটা।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি ছিল অনেকদিনের। অবশেষে পূরণ হচ্ছে এই আশা। জাতীয় ক্রিকেট লিগের আদলে হবে এনসিএল টি-টোয়েন্টি। আগামী ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট।  

ময়মনসিংহ বাদে বাকি সাতটি বিভাগ অংশ নেবে, এর সঙ্গে থাকবে ঢাকা মেট্রো। লিগ পর্বে প্রতিটি দলই মুখোমুখি হবে একে-অপরের। এই পর্বের সবগুলো ম্যাচই হবে সিলেটে। এরপর প্লে অফ ও ফাইনাল হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

এনসিএল টি-টোয়েন্টির লোগো উন্মোচন ও স্পন্সর ঘোষণার অনুষ্ঠান শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এদিন এতে হাজির ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। তাদের সঙ্গে আনন্দে মেতে উঠেন বিসিবি কর্মকর্তারাও।  

এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। দর্শকরা দেখতে পারবেন পুরো দুনিয়া থেকেই। এখন থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়মিতই আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএলের বাইরে কমপক্ষে একটা টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএলের আগে মাঠে এভাবে গড়াবে। যেখানে অংশ নেবে শুধু স্থানীয় ক্রিকেটাররা। ’ 

‘আমরা সবসময় বলি দেশি ও বিদেশি খেলোয়াড়রা একসঙ্গে খেললে ড্রেসিংরুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। কিন্তু সেই বিদেশি খেলোয়াড়ের সঙ্গে খেলার আগে যে প্রস্তুতি, এটা খুব ভালোভাবে সম্পূর্ণ হবে এই টুর্নামেন্টে। ’

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।