ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশাল জয়ে সিরিজ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বিশাল জয়ে সিরিজ শুরু ভারতের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর তোপের মুখে ছিল ভারত। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার সামনে তারা লড়াই করতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল প্রচুর।

কিন্তু সব শঙ্কা উড়িয়ে ২৯৫ রানের বিশাল জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু করল জাসপ্রিত বুমরাহর দল।  

রানের হিসেবে বিদেশের মাটিতে এটি ভারতের তৃতীয় বড় জয়। এমনকি প্রথম ইনিংসে ১৫০ বা এর নিচে অলআউট হয়ে এর চেয়ে বড় ব্যবধানে জয়ের ঘটনা কেবল একবারই ঘটেছে। সেটারও ভুক্তোভুগী অস্ট্রেলিয়া। ১৯৯১ সালে প্রথম ইনিংসে ১৪৯ রান করেও তাদের ৩৪৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পার্থের অপটাস স্টেডিয়ামে এর আগে কখনোই হারের মুখ দেখেনি অস্ট্রেলিয়া। এবার সেই ধারা ভাঙল ভারত। তৃতীয় দিন থেকেই জয়ের আভাস পেতে থাকে তারা। ৫৩৪ রানের লক্ষ্যে আজ চতুর্থ দিনে অস্ট্রেলিয়া দিন শুরু করে ৩ উইকেটে ১২ রান নিয়ে। ট্রাভিস হেড ও মিচেল মার্শ কিছুটা প্রতিরোধ গড়লেও হার আটকাতে পারেনি। শেষ সেশনে গিয়ে ২৩৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।  

পাল্টা আক্রমণে ১০১ বলে ৮ চারে ৮৯ রান করেন হেড। এছাড়া মার্শ ৪৭ ও অ্যালেক্স ক্যারি করেন ৩৬ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। এছাড়া ওয়াশিংটন সুন্দর দুটি, হারশিত রানা ও নীতিশ কুমারের শিকার একটি করে উইকেট। প্রথম ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৮ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন বুমরাহ।  

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৫০ ও ৪৮৭/৬ ডিক্লে. (জয়সওয়াল ১৬১, কোহলি ১০০*; লায়ন ২/৯৬)
অস্ট্রেলিয়া: ১০৪ ও ২৩৮ (হেড ৮৯, মার্শ ৪৭; বুমরাহ ৩/৪২, সিরাজ ৩/৫১, সুন্দর ২/৪৮)
ফল: ভারত ২৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ (৫/৩০ ও ৩/৪২)।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ শেষে ভারত ১-০তে এগিয়ে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।