ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও ব্যাটিংয়ে হতাশা, বড় হারের মুখে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আবারও ব্যাটিংয়ে হতাশা, বড় হারের মুখে বাংলাদেশ

লক্ষ্য যতটা আন্দাজ করা হয়েছিল, তার চেয়ে বরং কমই হয়েছে। কারণ তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং।

ডানহাতি এই পেসারের ৬ উইকেটে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানেই বেঁধে দেয় বাংলাদেশ। কিন্তু ৩৩৪ রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে আবারও সেই হতাশার গল্প।

চতুর্থ দিন শেষে বড় পরাজয়ের মুখই দেখছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ কেবল ১০৯ রান। জাকের আলী ১৫ ও হাসান মাহমুদ শূন্য রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের টপ অর্ডারে ধস নামাতে খুব একটা সময় লাগেনি কেমার রোচ ও জেইডেন সিলসের। যার ফলে ৫৯ রানের ভেতরই সাজঘরে  ফেরেন পাঁচ ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উইকেটে এসেই পাল্টা আক্রমণ শুরু করেন। কিন্তু ৪৬ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ইনিংসটি থেমে যায় ৪৫ রানে। এরপর বাংলাদেশের হার এখন অবশ্যম্ভাবী! 

ক্যারিবিয়ানদের হয়ে রোচ ও সিলস দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া বাকি একটি নেন শামার জোসেফ।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।