ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আবার র‍্যাংকিংয়ের শীর্ষে বুমরা, ১৬ ধাপ এগোলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আবার র‍্যাংকিংয়ের শীর্ষে বুমরা, ১৬ ধাপ এগোলেন তাসকিন

পার্থ টেস্টে ভারতের দারুণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যশপ্রীত বুমরা। ভারতীয় অধিনায়ক হয়েছেন ম্যাচসেরাও।

এবার টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন তিনি। অজিদের বিপক্ষে একাই ৮ উইকেট নিয়েছিলেন বুমরা। তার রেটিং পয়েন্ট এখন ৮৮৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।  

অন্যদিকে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট নিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন ১৬ ধাপ। তার রেটিং পয়েন্ট এখন ৩৮৩, যা তার ক্যারিয়ার-সেরা। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পিছিয়েছেন ১ ধাপ। তার বর্তমান অবস্থান ২৬তম স্থানে। আর বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে থাকা তাইজুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে আছেন ২৩ নম্বরে।

বুমরা এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম পেসার হিসেবে টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। কিন্তু তাকে সরিয়ে শীর্ষে উঠে আসেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। গত অক্টোবরে আবার অশ্বিনকে সরিয়ে শীর্ষস্থানে উঠেছিলেন বুমরা। সর্বশেষ কাগিসো রাবাদার কাছে জায়গা হারিয়েছিলেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকার পেসার এবার নেমে গেছেন দুইয়ে।  

একই টেস্টে সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন দুই নম্বরে। এটিই তার ক্যারিয়ার সেরা অবস্থান। তার ৮২৫ রেটিং পয়েন্টও ক্যারিয়ার সর্বোচ্চ। এই র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন জো রুট। দুইয়ে থাকা জয়সোয়ালের চেয়ে ৭৮ পয়েন্ট এগিয়ে আছেন ইংলিশ ব্যাটার। পার্থে সেঞ্চুরি হাঁকানো আরেক ভারতীয় ব্যাটার বিরাট কোহলি এগিয়েছেন ৯ ধাপ। তার অবস্থান ১৩ নম্বরে। বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন দাস যৌথভাবে আছেন ৩২ নম্বরে।

ওয়ানডেতে শীর্ষস্থান হারিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। জিম্বাবুয়ে সিরিজে না খেলার কারণে পয়েন্টের হিসাবে পিছিয়ে পড়েছেন তিনি। আর তাতে শীর্ষে ফিরেছেন আফগানিস্তানের রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানি ব্যাটার সাইম আইয়ুব ঢুকেছেন সেরা ১০০-এর মধ্যে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।