ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নাজমুল আবেদীন ফাহিম/

আইপিএলে বাংলাদেশের কারো দল না পাওয়া মানে ‘অবস্থা ভালো নয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আইপিএলে বাংলাদেশের কারো দল না পাওয়া মানে ‘অবস্থা ভালো নয়’

ক্রিকেটে পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর এখন আইপিএল। এখানে সুযোগ পাওয়ার চেষ্টা থাকে প্রায় সব খেলোয়াড়ের।

কিন্তু এবারের আইপিএলে সুযোগ পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজুর রহমানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল।  

আইপিএলের মেগা নিলামে সবমিলিয়ে ১২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন বাংলাদেশ থেকে। তাদের কাউকেই নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই ঘটনায় হতাশা আছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমেরও। বুধবার মিরপুরে এ নিয়ে কথা বলেন তিনি।

ফাহিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়। ’

আইপিএলের বেশিরভাগ আসরেই বাংলাদেশ থেকে দুয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সবশেষ দুই বছর কয়েকজন ক্রিকেটারের ডাক এলেও তাদেরকে ছাড়পত্র দেয়নি বিসিবি। এতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ কমেছে বলে মনে করেন কেউ কেউ। ভবিষ্যতে এমন সুযোগ এলে হাতছাড়া করা হবে না বলে জানান ফাহিম।  
 
তিনি বলেন, ‘জোর করে কিন্তু...এই দেশে বলি, ওই দেশে বলি, ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর। ’

‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।