ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় গাবতলীতে কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
বগুড়ায় গাবতলীতে কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।

পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক চঞ্চল কুমার দেবের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন এবং উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, দপ্তর মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লিমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম আকন্দ, সাধারণ সম্পাদক শাহিন পাইকার, যুবদল নেতা আব্দুল মমিন, মালেক মোক্তাদির, আব্দুল হালিম, সাজ্জাদুর রহমান শামীম, তরিকুল ইসলাম সোহাগ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।