ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আজিজুলের সেঞ্চুরি, জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
আজিজুলের সেঞ্চুরি, জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ব্যাট হাতে লড়লেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। হাকিম সেঞ্চুরির দেখা পেলেও কালাম পাননি।

তবে আফগানদের বিপক্ষে বল হাতে লড়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসাইন ইমন। তাদের নৈপুণ্যে ৪৫ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল।  

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে ১৮৩ রানের বেশি করতে পারেনি আফগানরা।  

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ওভারেই হারায় জাওয়াদ আবরারকে। শুরুর এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়েন কালাম ও আজিজুল। এই জুটি অবশ্য ভেঙে দেন বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে কয়েকদিন আগে দুর্দান্ত বল করা আল্লাহ মোহাম্মদ গজনফর। ১১০ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন কালাম।  

তবে ফিফটি হাঁকিয়ে লড়তে থাকেন আজিজুল। যদিও অপরপ্রান্তে চলছিল উইকেটের মিছিল। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও সেঞ্চুরি পূর্ণ করে নেন আজিজুল। ১৩৩ বলে ১০৩ রানের ইনিংস খেলে তিনি বাংলাদেশকে এনে দেন লড়াকু সংগ্রহ। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন আবদুল আজিজ, ওমরজাই ও স্টানিকজাই।  

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি আফগানদেরও। তাদের দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর জুটি গড়েন ফয়সাল খান ও নাসির খান। ফিফটি হাকিয়ে ফয়সাল বিদায় নিলে ভাঙে জুটি। ৫৮ বলে ৫৮ রান করে তিনি সাজঘরে ফেরেন। কিছুক্ষণ পর উইকেট হারান নাসিরও। তার ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি উইকেটগুলোর দ্রুত পতনে সহজেই জয় পায় বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।