ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যাডিলেইড টেস্টে নেই হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
অ্যাডিলেইড টেস্টে নেই হ্যাজেলউড

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। যার ফলে দলে ডাকা হয়েছে দুই পেসার শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেটকে।

তবে দিবা-রাত্রির এই টেস্টে একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে।

১০ টেস্ট পর এই প্রথম পরিবর্তিত বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। গত বছর অ্যাশেজে হেডিংলি টেস্টের হ্যাজেলউড এই প্রথম কোনো ম্যাচ থেকে ছিটকে গেলেন। ঘরের মাঠে ৯ বছর পর বোর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচে একসঙ্গে দেখা যাবে না হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ন্যাথান লায়নকে।

এই সময়ে হ্যাজেলউডকে হারানোটা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই বলা যায়। কেননা পার্থে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল হার দিয়ে সিরিজ শুরু করেছে তারা। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন হ্যাজেলউড। গোলাপি বলে  নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারেন তিনি। ভারতের বিপক্ষে ৪ বছর আগের দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রানে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার।

এদিকে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেইড টেস্ট।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।