ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সফর আলির পাঁচ উইকেট, সাব্বিরের সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
সফর আলির পাঁচ উইকেট, সাব্বিরের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেছে সিলেটের। সপ্তম রাউন্ডে তাই তারা নেমেছে কিছুটা খর্ব শক্তির দল নিয়ে।

নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচেই পাঁচ উইকেট পেয়েছেন পেসার সফর আলি। এই রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি পেয়েছেন সাব্বির হোসেনও।  

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্টো। টস জিতে ব্যাট করতে নেমে ১৬০ রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এখন অবধি ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করেছে ঢাকা মেট্টো।  

এ ম্যাচে একরকম ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। দলটির হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন নয় নম্বরে ব্যাট করতে নামা আশরাফুল হাসান। ঢাকা মেট্টোর হয়ে চার উইকেট করে নেন রাকিবুল হাসান ও আরিফ আহমেদ। দলটির হয়ে ব্যাটিংয়ে ৪৩ বলে ৪২ রান করে নাঈম শেখ ও ৬৩ বলে ৪৫ রানে আউট হয়েছেন আনিসুল ইসলাম। ৫৪ বলে ৩৫ রানে অপরাজিত আছেন আইচ মোল্লা।

শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার মুখোমুখি হয়েছে রংপুর। বৃষ্টির বাধায় এই ম্যাচে খেলা হয়েছে স্রেফ ২৫ ওভার, ২ উইকেট হারিয়ে ৭৯ রান করেছে খুলনা। দলটির হয়ে ৭২ বলে ৫০ রানে অপরাজিত আছেন এনামুল হক বিজয়।  

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হয়েছে সিলেট। প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়েছে রাজশাহী। ২ উইকেট হারিয়ে ৪৯ রান করেছে সিলেট।  

রাজশাহীর হয়ে এই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাব্বির হোসেন। ১৩৭ বলে ১১৬ রান করে এলবিডব্লিউ হয়েছেন তিনি। এছাড়া ৫৩ বলে ৫৭ রান এসেছে হাবিবুর রহমানের ব্যাটে। সিলেটের হয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন সফর আলি।  

শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। টস হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রানে অলআউট হয়েছে বরিশাল। দলটির হয়ে ৯৬ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন সোহাগ গাজী। এছাড়া ১২৭ বলে ৬৪ রান আসে ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে। ঢাকার হয়ে দুই উইকেট করে নেন সালাউদ্দিন শাকিল, সুমন খান ও এনামুল হক।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।