ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ইয়ানসেনের কীর্তির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ইয়ানসেনের কীর্তির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় জয়

প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হওয়ার লজ্জা পেলেও দ্বিতীয় ইনিংসে প্রতিরোধের চেষ্টায় থাকে শ্রীলঙ্কা। কিন্তু কোনোভাবেই বড় হার থেকে নিজেদের বাঁচাতে পারেনি।

৫১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২৮২ রানে থামে তারা।

ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৩৩ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মার্কো ইয়ানসেন দ্বিতীয় ইনিংসে ৭৩ রান খরচে শিকার করেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম বাঁহাতি পেসার হিসেবে এক ম্যাচে ১১ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ব্রেট শুল্টজের। ১৯৯৩ সালে শ্রীলঙ্কারই বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ১০৬ রানে ৯ উইকেট।

আর দুটি উইকেট পেলেই অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়তেন ইয়ানসেন। কিন্তু কাগিসো রাবাদা, গেরাল্ড কুটসিয়া ও কেশভ মহারাজও নিজেদের মেলে ধরেন দ্বিতীয় ইনিংসে। প্রত্যেকে শিকার করেন দুটি করে উইকেট।

প্রতিরোধের  চেষ্টায় লঙ্কানদের  হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন দীনেশ চান্দিমাল। এছাড়া অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৫৯ ও কুশল মেন্ডিস খেলেন ৪৮ রানের ইনিংস। এর ৫ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরু করে সফরকারীরা।  

এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।


বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।