ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সমঝোতার ইঙ্গিত দিলেন পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
সমঝোতার ইঙ্গিত দিলেন পিসিবি চেয়ারম্যান

চ্যাম্পিয়নস ট্রফির জন্য হাইব্রিড মডেলে সায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমন গুঞ্জনই ভাসছে ভারতীয় সংবাদমাধ্যমে।

যদিও এর কোনো নিশ্চয়তা দেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তবে তার কথায় মিলেছে সমঝোতার ইঙ্গিত।

ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। ভারতের আপত্তির পরে শুক্রবার বৈঠকে বসেছিল আইসিসি। ১৫ মিনিটেই তা শেষ হয়ে যায়। শনিবার বৈঠকের কথা থাকলেও হয়নি। জানা গিয়েছে, আইসিসি পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে ‘হাইব্রিড মডেল’ ছাড়া কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে শনিবার সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশির উসমানির সঙ্গে দেখা করেছেন নাকভি।

নাকভি জানিয়ে দিয়েছেন, তারা চান চ্যাম্পিয়নস ট্রফি হোক। এর জন্য দরজা খোলা রাখছেন তারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ছিলেন নাকভি। ভারতকে ৪৪ রানে হারিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে নাকভি বলেন, 'আমরা তাড়াহুড়ো করে কিছু করতে চাইছি না। আমাদের চিন্তাভাবনা জানিয়েছি। ভারতও নিজেদের মত জানিয়েছে। আমাদের লক্ষ্য ক্রিকেটের জয়। আলোচনার জন্য আমাদের দরজা খোলা। হাইব্রিড মডেলে প্রতিযোগিতা হবে, না অন্য কোনো পদ্ধতিতে হবে তা জানি না। তবে আমরা একটাই কথা বলতে চাই, যে সিদ্ধান্ত নেওয়া হবে তা যেন সব দেশের কথা মাথায় রেখে নেওয়া হয়। '

 

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।