ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
প্রথম সেশনে চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম ছিলেন, শাহাদাৎ হোসেন দীপু তার সঙ্গী। কিন্তু এই দুজন দীর্ঘ করতে পারলেন না নিজেদের জুটি।

পরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারও যেন আর দিশা খুঁজে পায়নি।  

কিংসটনে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৬ উইকেট হারিয়ে ‌১২২ রান করেছে বাংলাদেশ।  

আগের দিন দুই উইকেট হারালেও শেষটা বাংলাদেশের জন্য ছিল স্বস্তিরই। সাদমান ইসলাম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন, তার সঙ্গী শাহাদাৎ হোসেন দীপুও খেলেছিলেন অনেকগুলো বল। দ্বিতীয় দিনেও তাই ভরসা ছিল তাদের ওপর।  

আগের দিন খেলা কম হয়েছিল ৬০ ওভার। এদিন তাই ম্যাচ শুরু হয় ১৫ মিনিট আগে। শুরুটা সাবধানেই করেন দীপু ও সাদমান। কিন্তু বাংলাদেশের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাদেরকে প্রথম ধাক্কা দেন শামার জোসেফ।  

তার দুর্দান্ত এক ডেলেভারিতে বোল্ড হয়ে যান ৮৯ বল খেলে ২২ রান করা দীপু। তার সঙ্গে সাদমানের জুটি ছিল ১৯৩ বলে ৭৩ রানের। জুটি ভাঙার পর যেন ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিংও।  

৬ বলে ১ রান করে জেডন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এরপর শামার জোসেফকে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন জাকের আলি অনিক। ১০ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।  

উইকেট যাওয়ার এই ভিড়েও ভরসা ছিলেন সাদমান ইসলাম। তার ব্যাটিংয়েই বাংলাদেশ স্বস্তি খুঁজছিল। কিন্তু শামার জোসেফের দুর্দান্ত এক ডেলেভারিতে ফিরতে হয় তাকেও। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৩৭ বলে ৬৪ রান করে আউট হন তিনি।  

মধ্যাহ্নভোজের বিরতির আগের সময়টা অবশ্য কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৪২ বলে ১৮ রান করে মিরাজ ও ৪৭ বলে ৮ রান করে অপরাজিত আছেন তাইজুল।  

বাংলাদেশ সময় : ১১০২ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।